১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০৮

ময়মনসিংহে জমজমাট কোরবানির পশুর হাট

নিজস্ব প্রতিবেদক:

ঈদুল আজহার দিন যতই ঘনিয়ে আসছে ময়মনসিংহে ততই জমে উঠেছে পশু কেনাবেচা। জেলা, উপজেলা সদর থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি হাটেই পশু বেচাকেনা বেশ জমে উঠেছে। প্রতিটি হাটই গরু-ছাগলে ভরে গেছে। দামও সহনীয় বলে জানিয়েছেন ক্রেতারা।

গতকাল মঙ্গলবার জেলার মুক্তাগাছা উপজেলার প্রত্যন্ত অঞ্চল চেচুয়া, বাঘমারা হাটে গিয়ে দেখা গেছে, রাতেও এসব হাটে গরু ছাগল বিক্রি হচ্ছে। জেলার সকল পশুর হাটেরই একই চিত্র বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

পশুর এই হাটগুলিতে স্থান পেয়েছে দেশি-বিদেশি সকল জাতের গরু, ছাগল।  ময়মনসিংহ জেলা সদর, মুক্তাগাছা, ফুলবাড়িয়া, ভালুকা, গফরগাঁও, ত্রিশাল, নান্দাইল, গৌরীপুর, ঈশ্বরগঞ্জ, হালুয়াঘাট, ধোবাউড়া, ফুলপুর, তারাকান্দা উপজেলার পৌর শহর এবং গ্রামাঞ্চলেও এবার কোরবানির পশুর হাট আগেভাগেই জমে উঠছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এবার গরু, ছাগলসহ সব পশুর দামই সহনীয় পর্যায়ে রয়েছে বলে জানান ক্রেতা, বিক্রেতা, হাট ইজারাদাররা।

তাদের দাবি, কোন ধরনের কৃত্রিম সংকট সৃষ্টি করা না হলে দাম সহনীয় থাকবে। কারণ, বাজারে অভাব নেই গরু-ছাগলের। তবে ব্যাপারীদের অনেকেই লোকসানের আশঙ্কার কথা বলেছেন। অনেকের মধ্যে আগের ভয়ও কাজ করছে। কারণ, গতবার দাম হঠাৎ কমে যায়। পাইকাররা বলছেন, এখন পর্যন্ত ক্রেতারা দাম কম বলছেন। তবে আশা করা হচ্ছে, ঈদের আগে ভালো দাম পাওয়া যাবে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :আগস্ট ৩০, ২০১৭ ১:৫২ অপরাহ্ণ