১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২৩

কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত ২ বাংলাদেশি

দৈনিক দেশজনতা ডেস্ক:

মধ্যপ্রাচ্যের কাতারে সড়ক দুর্ঘটনায় মকসুদ বখস (৩২) ও ফয়সল আহমদ (২৮) নামে দুই বাংলাদেশি নিহত হয়েছেন।
কাতারের হোম সালাল আলী শহরে শনিবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে মকসুদ ও ফয়সল কর্মস্থল থেকে নিজের গাড়িতে করে বাসায় ফিরছিলেন। পথে হোম সালাল আলী শহরে দুর্ঘটনা কবলিত হন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। সেখান থেকে পুলিশ তাদের লাশ উদ্ধার করে দোহা হামাদ মেডিকেল হাসপাতালে মর্গে পাঠায়।

কাতার থেকে কমিউনিটি নেতা আব্দুস সালাম ফুল দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মকসুদ বখসের বাড়ি কুলাউড়া পৌরসভার জয়পাশা গ্রামে। তিনি হাজি রফিক বখসের ছেলে। আর নিহত ফয়সল আহমদ বড়লেখা উপজেলার কাঠালতলী খলাগাঁও গ্রামের আব্দুল জলিলের ছেলে।

প্রকাশ :আগস্ট ৩০, ২০১৭ ১১:৪৫ পূর্বাহ্ণ