১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:১৫

চলচ্চিত্র পরিবারের সাথে শাকিবের দ্বন্দ্বের অবসান

বিনোদন ডেস্ক:

কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল নতুন সংগঠন করতে যাচ্ছেন শাকিব খান। কিন্তু সে দিকে জল না গড়িয়ে ১৮ সংগঠনের বাংলাদেশ চলচ্চিত্র পরিবারের সাথে এ নায়কের দ্বন্দ্বের অবসান হলো। মঙ্গলবার রাতে চিত্রনায়ক ফারুকের উত্তরার বাসায় সবার সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার কথা দেন শাকিব। এ খবরে চলচ্চিত্র সংশ্লিষ্টরা স্বস্তি প্রকাশ করেছেন। বৈঠকে উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিবারের আহ্বায়ক ফারুক, পরিচালক আমজাদ হোসেন, শাকিব খান, বাপ্পারাজ, চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন, এডিটরস গিল্ডের সভাপতি আবু মুসা দেবু, নৃত্য পরিচালক সমিতির সভাপতি মাসুম বাবুল, শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক নায়ক জায়েদ খান, প্রযোজক আরশাদ আদনান ও দৈনিক যুগান্তরের বিনোদন সম্পাদক এফ আই দীপু। ফারুককে নিয়ে শাকিবের মন্তব্যকে ঘিরে মাস দুয়েক আগে এ ঝামেলার সূত্রপাত। মঙ্গলবার রাতের বৈঠকে দুই প্রজন্মের দুই নায়ক কোলাকুলি করে ভবিষ্যতে একসঙ্গে কাজ করার ব্যাপারে ঐক্যমত পোষণ করেন। পাশাপাশি সব ধরনের বহিস্কারাদেশ প্রত্যাহার করার ব্যাপারেও উভয় পক্ষ সম্মতি প্রকাশ করেন। চলতি বছরের ২৩ জুন এফডিসির সমস্ত সংগঠন থেকে শাকিব খান ও জাজ মাল্টিমিডিয়ার প্রধান আব্দুল আজিজকে অবাঞ্ছিত করে চলচ্চিত্র পরিবার। এ নিয়ে দুই ভাগ হয়ে যায় চলচ্চিত্রাঙ্গন। অবশ্য এর আগেও বেফাঁস মন্তব্য করে বয়কটের শিকার হন শাকিব। পরে দুঃখ প্রকাশ করেন।

সম্প্রতি নায়করাজের স্মরণসভায় এফডিসিতে ঐক্যের ডাক দেন বাপ্পারাজ। তার সূত্র ধরেই মঙ্গলবার রাতের এ বৈঠক।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :আগস্ট ৩০, ২০১৭ ১০:৪৬ পূর্বাহ্ণ