১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১২

মুন্সীগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত ১০

শ্রীনগর প্রতিনিধি:  

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া মহাসড়কের সমেষপুর এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। হাসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোর্শেদ তালুকদার জানান, সমষপুর এলাকায় প্রচেষ্টা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সময় ট্রাকটি পাশে দাঁড়িয়ে থাকা লেগুনার উপর উল্টে পড়ে। এ ঘটনায় লেগুনার ১০ জন যাত্রী আহত হন। শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ড. আকলিমা রৌশন জানান, এ ঘটনায় ২ জনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :আগস্ট ২৯, ২০১৭ ৩:৩৭ অপরাহ্ণ