১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩০

পিরোজপুরে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

পিরোজপুর প্রতিনিধি:  

পিরোজপুরের ভান্ডারিয়ায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার ইকড়ি ইউনিয়নে এ ঘটনা ঘটে। তারা হলেন— উপজেলার আতরখালী গ্রামের মঈন উদ্দিন খানের ছেলে জাহাঙ্গীর খান (৪৫) ও আব্দুস সত্তারের ছেলে নাসির উদ্দিন (৩৫)। জানা গেছে, এদিন সকাল ১০ টার দিকে ওই দুই কৃষক ইকড়ি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আতরখালী গ্রামের একটি মাঠে আমন রোপন করছিলেন। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ইকড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আজ বাদ আছর জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। ভান্ডারিয়া থানার ওসি কামরুজ্জামান তালুকদার বজ্রপাতে দুই কৃষকের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, থানায় খবর আসার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :আগস্ট ২৯, ২০১৭ ৩:৩৩ অপরাহ্ণ