১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৫০

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

বগুড়া প্রতিনিধি:

বগুড়ায় দুপচাঁচিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় মারুফ হোসেন (৫) ও মানসিক প্রতিবন্ধী মহিদুল মন্ডল (৩৫) নিহত হয়েছেন। সোমবার সকালে ও দুপুরে পৃথক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত মারুফ দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের চান্দাইল গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে এবং মহিদুল শ্রীপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে।

জানা যায়, সোমবার দুপুরে দুপচাঁচিয়া উপজেলার চৌমুহনী বাজারে মায়ের সঙ্গে রাস্তা পারাপারের সময় মারুফ হোসেন ব্যাটারিচালিত অটো রিকশার সঙ্গে ধাক্কা খেয়ে রাস্তার উপর পড়ে যায়। স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে সোমবার সকালে উপজেলা সদরের বাজারদীঘি নামক স্থানে স্থানীয় লোকজন মানসিক প্রতিবন্ধী মহিদুল মন্ডলের লাশ পরে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পরিবারের সদস্যরা খবর পেয়ে মহিদুলের লাশ বলে সনাক্ত করে। পুলিশ বলছে রবিবার রাতের কোনো এক সময় গাড়ির সাথে ধাক্কা খেয়ে রাস্তায় ধারে পড়ে যায়। সকালে তার মরদেহ দেখে চিনতে পেরে তার পরিবারকে খবর দিলে পরিবারের সদস্যরা তার লাশ উদ্ধার করে নিয়ে যায়।

দৈনিক দেশজনতা/এন আর

প্রকাশ :আগস্ট ২৮, ২০১৭ ৫:৪৩ অপরাহ্ণ