স্পোর্টস ডেস্ক:
অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ৮৮ রানের লিড নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। দিনশেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৪৫ রান। সোমবার বিকেলে তামিম ইকবাল ও সৌম্য সরকার সতর্ক সূচনা করলেও দিনের একেবারে শেষ দিকে এসে সৌম্য আউট হয়ে যান|
এর আগে প্রথম ইনিংসে ৪৩ রানের লিড পায় বাংলাদেশ। সাকিব-মিরাজের ঘুর্ণিতে অস্ট্রেলিয়াকে ২১৭ রানে অলআউট করেছে মুশফিক বাহিনী| এর আগে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে করে ২৬০ রান।
১৪৪ রানে অষ্টম উইকেট হারানোর পর প্যাট কামিন্স ও অ্যাস্টন এগার নবম উইকেটে করেন ৪৯ রান। শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত এই উইকেটের পতন ঘটান বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।দলীয় ১৯৩ রানে নবম উইকেটের পতন হয়| নতুন করে মাঠে নামা জোস হাজলউডের উইকেটও সাকিব তুলে নিলে থামে অস্ট্রেলিয়ার যাত্রা। অ্যাস্টন এগার ৪১ রানে অপরাজিত রয়েছেন। বাংলাদেশের পক্ষে সাকিব ৬৮ রানে ৫টি ও মিরাজ ৬২ রানে ৩টি উইকেট নেন।
তিন উইকেটে ১৮ রান নিয়ে রবিবার দ্বিতীয় দিনে ফের প্রথম ইনিংসের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। সাকিব-মিরাজের বোলিং নৈপুণ্যে দ্বিতীয় দিনেও আধিপত্য ধরে রাখে বাংলাদেশ। এমনকি রেনশো (৪৫) ছাড়া টপ অর্ডারে কেউ দুই অঙ্কেও পৌঁছতে পারেননি। তবে টেল-এন্ডাররা এসে অস্ট্রেলিয়ার পক্ষে খানিকটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। শেষ পর্যন্ত স্কোর ৯ উইকেটে ২১৬ রান।
এর আগে প্রথম দিনে সাকিব-তামিমের ব্যাটিং নৈপুণ্যে বাংলাদেশ প্রথম ইনিংসে করে ২৬০ রান।
দৈনিক দেশজনতা/এন আর