স্পোর্টস ডেস্ক:
একটি বিরল রেকর্ডের মালিক হয়ে গেলেন বিশ্বের সেরা অল রাউন্ডার। সব টেস্ট দলের বিপক্ষে ইনিংসে ৫ উইকেট শিকারের বৃত্তপূরণ। ৬৮ রানে পাঁচ উইকেট নিয়ে সাকিব নাম লেখালেন যে রেকর্ডে সেখানে আগে থেকে আছেন মাত্র তিন কিংবদন্তি। শ্রীলঙ্কান লিজেন্ড মুত্তিয়া মুরালিধরন, দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেইন ও লঙ্কান বাঁহাতি স্পিনার রঙ্গনা হেরাথ।
২০০৭ সালে অভিষেকের এক বছর পর ঘরের মাঠে নিউ জিল্যান্ডের বিপক্ষে ৭ উইকেট নিয়ে শুরু। পরে একে একে আরও ১৫ বার ইনিংসে পেয়েছেন পাঁচ বা তার বেশি উইকেট। টেস্টে যাদের বিপক্ষেই হাত ঘুরিয়েছেন গড়েছেন এই কীর্তি। এই নিয়ে মোট ১৬ বার পেলেন পাঁচ উইকেট। এর মধ্যে জিম্বাবুয়ের বিপক্ষে সবচেয়ে বেশি তিনবার নিয়েছেন পাঁচ উইকেট। ইংল্যান্ড, নিউ জিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুবার করে নিয়েছেন তা। ভারত আর পাকিস্তান দুদলের বিপক্ষে এই রেকর্ড একবার করে। এবার অসিদের বিপক্ষে ।
সিরিজ শুরুর আগে সাকিব নিজেও এই রেকর্ডের কথা বলেছিলেন। জানিয়েছিলেন, ওটার দিকে চোখ আছে। চাওয়াটাকে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাওয়া করেই অস্ট্রেলিয়াকে ২১৭ রানে অল আউট করে দেওয়ায় বড় ভূমিকা বাঁহাতি স্পিনারের। তাতে প্রথম ইনিংসে ২৬০ রান তোলা বাংলাদেশ পেয়েছে ৪৩ রানের লিড। শেষ হওয়া দুই ইনিংসেরই হিরো আসলে সাকিব। ব্যাট হাতে আগের দিন করেছিলেন ইনিংস সর্বোচ্চ ৮৪ রান। দলকে বিপদে স্কোর বাড়ানোয় বড় ভূমিকা রাখার পর বল হাতেও সাকিবের রেকর্ড গড়া জাদু দেখলো ক্রিকেট বিশ্ব।
দৈনিক দেশজনতা/এন আর