১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:০৯

ধর্ষণের দায়ে ধর্মগুরু রামের ১০ বছর জেল

আন্তর্জাতিক ডেস্ক:

ধর্ষণ মামলায় ভারতের ডেরা স্বচ্চা সৌদা প্রধান ধর্মগুরু গুরমিত সিং রাম রহিমকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে রোহতক জেলা কারাগারে স্থাপিত বিশেষ সিবিআই আদালতের বিচারক জগদীপ সিংহ এ রায় দেন। রায় ঘোষণার জন্য বিচারক দুই সহকারীকে নিয়ে হেলিকপ্টারে উড়ে কারাগারে আসেন।

রায়কে কেন্দ্র করে এদিন হরিয়ানার সিরসা ও রোহতকে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয় কর্তৃপক্ষ। রায় ঘোষণার আগে দু’পক্ষের আইনজীবীকেই ১০ মিনিট করে বলার সময় দেন বিচারক জগদীপ সিংহ। দুপুর আড়াইটের দিকে আদালতে সাজা ঘোষণার প্রক্রিয়া শুরু হয়।

গত শুক্রবারের ঘটনাকে কেন্দ্র করে পুলিশ আগেই জানিয়ে দেয়, কেউ যদি নিজের বা অন্য কারও ক্ষতি করার চেষ্টা করে তবে দেখামাত্র গুলি করা হবে। পুরো রোহতককে নিরাপত্তা বেষ্টনীতে আনতে ২৮ কোম্পানি আধা-সামরিক বাহিনী মোতায়েন করা হয়।

শুক্রবার রাম রহিমকে দোষী সাব্যস্ত করার পর তার ভক্তদের সহিংসতায় ৩৮ জন নিহত হয়। প্রচুর পরিমাণে অগ্নি সংযোগ ও ভাংচুরের ঘটনাও ঘটে। ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, ডেরা প্রধানে অবস্থানরত রোহাতকের সুনারিয়া জেলের বাইরের নিরাপত্তায় প্রায় ৩ হাজার আধা-সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। জেলের দিকে যাওয়া সবগুলো রাস্তা বন্ধ করে দেওয়া হয়।

এমনকি সহিংসতা এড়াতে ডেরা সমর্থকদের জেলাতেই ঢুকতে দেওয়া হয়নি। সিরসায় ডেরা স্বচ্চা সৌদার ৭০০ একর জমির ওপর সদর দফতরে থাকা অন্তত ৩০ হাজার রাম রহিম অনুসারিকে রোববার অন্যত্র সরিয়ে দেওয়া হয়। এজন্যে ওইদিন সন্ধ্যায় নিরাপত্তা বাহিনী শতাধিক বিশেষ বাসের ব্যবস্থা করে। বাড়তি সাবধানতা হিসেবে সোমবার হরিয়ানা, পঞ্জাব, গাজিয়াবাদ ও নয়ডার সব স্কুল-কলেজও বন্ধ ঘোষণা করা হয়।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :আগস্ট ২৮, ২০১৭ ৪:২৫ অপরাহ্ণ