১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১৫

নড়াইলে ৫ মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৩৩

নিজস্ব প্রতিবেদক:

নড়াইল জেলায় পুলিশের বিশেষ অভিযানে ৫ মাদক ব্যবসায়ী ও ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামিসহ ৩৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানকালে ৮১০ পিস ইয়াবা ও ১২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

জেলা পুলিশের কন্ট্রোলরুম সূত্রে জানা গেছে, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ এবং ঈদুল আযহাকে সামনে রেখে পুলিশের চলমান বিশেষ অভিযানে রোববার সকাল থেকে সোমবার সকাল পর‌্যন্ত জেলার বিভিন্ন এলাকা থেকে ৩৩ জনকে গ্রেফতার করা হয়।

এর মধ্যে নড়াইল সদর থানায় দুই মাদক ব্যবসায়ীসহ ১২ জন, লোহাগড়া থানায় দুই মাদক ব্যবসায়ী ও ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামিসহ ১০ জন, কালিয়া থানায় ৫ জন ও নড়াগাতী থানা পুলিশ ৬ জনকে গ্রেফতার করে। নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম জানান, আটকদের বিরুদ্ধে জেলার চারটি থানায় ৯টি মামলা দায়ের করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :আগস্ট ২৮, ২০১৭ ৩:৪৫ অপরাহ্ণ