১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:০২

২৪ সেপ্টেম্বর স্থগিত ১৬ স্থানীয় সরকারের নির্বাচন

নিজস্ব প্রতিবেদক:

বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে স্থগিত ১৬টি স্থানীয় সরকারের নির্বাচন আগামী ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।আজ রোববার নির্বাচন কমিশন (ইসি) স্থগিত নির্বাচনের বিষয়ে পুনরায় এ সময় নির্ধারণ করেছে।

বৈঠক শেষে ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ জানান, স্থানীয় সরকারের স্থগিত ১৬টি নির্বাচনে আগামী ২৪ সেপ্টেম্বর ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। গত ১৬ আগস্ট বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে নির্বাচন স্থগিত করা হয়েছিল।

ইসির সূত্র জানায়, ২৪ সেপ্টেম্বর যেসব নির্বাচন হবে এগুলোর মধ্যে রয়েছে- কর্ণফুলী উপজেলার সাধারণ নির্বাচন, পীরগঞ্জের পীরগঞ্জ ইউনিয়ন পরিষদ (ইউপি), রায়পুর ইউপি, রামনাথপুর ইউপি ও কসবার খাড়ের ইউপির সাধারণ নির্বাচন।

এছাড়া সুনামগঞ্জের আহম্মদপুর ইউপির ৯ নম্বর সাধারণ ওয়ার্ড, ভেদরগঞ্জ উপজেলার মহিষার ৬ নম্বর সাধারণ ওয়ার্ড, দশমিনার বহরমপুরের ১ নম্বর সাধারণ ওয়ার্ড, মনিরামপুরে হরিহরনগরের ৯ নম্বর সাধারণ ওয়ার্ড, , হাইমচরে ফতেহপুরের ৮ নম্বর সাধারণ ওয়ার্ড, মৌলভীবাজারে মনমুখের ৫ নম্বর সাধারণ ওয়ার্ড গাংনীতে ষোলটাকার ৩ নম্বর সাধারণ ওয়ার্ড, কুমিল্লা সদর দক্ষিণার বাগমারা দক্ষিণ ইউপি চেয়ারম্যান পদ, চাঁদপুরে চান্দ্রার ১ নম্বর সংরক্ষিত ওয়ার্ড, ফেনী সদরের ধূলিয়ার ৪ নম্বর সাধারণ ওয়ার্ড এবং সিলেটে টুকেরবাজার ইউপির ১ নম্বর সংরক্ষিত ওয়ার্ড নির্বাচনের ভোটগ্রহণ করা হবে।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :আগস্ট ২৭, ২০১৭ ৮:৪৬ অপরাহ্ণ