১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০৩

সাকিবের অনন্য রেকর্ড

অনলাইন ডেস্ক:

আন্তর্জাতিক ক্রিকেটে রেকর্ড গড়া নিয়মিত অভ্যাসে পরিণত করেছেন সাকিব আল হাসান। অস্ট্রেলিয়ার বিপক্ষে মিরপুর টেস্টেও গড়েছেন দারুণ এক রেকর্ড। গ্যারি সোবার্স, ইয়ান বোথাম ও ইমরান খানদের পেছনে ফেলে দ্রুততম সময়ে টেস্টে ৩৫০০ রান ও ১৫০ উইকেটের ল্যান্ডমার্ক গড়েন সাকিব।

মিরপুর টেস্টে মাঠে নামার আগে ৩৫০০ রান থেকে ৮ রান দূরে ছিলেন সাকিব। অস্ট্রেলিয়ান বোলারদের দাপটের মধ্যে ৮৪ রানের দারুণ ইনিংস খেলে টেস্ট ক্রিকেটের দশম খেলোয়াড় হিসেবে ১৫০ উইকেট ও ৩৫০০ রানের ডাবলসের রেকর্ড গড়েন তিনি। তবে অন্যদের চেয়ে সবচেয়ে কম ম্যাচে এই মাইলফলক গড়েন সাকিব।

গত বছর ইংল্যান্ডের বিপক্ষে ১৫০ উইকেটের ল্যান্ডমার্কে পৌঁছেন সাকিব। ৯ মাস পর ৩৫০০ রানের ল্যান্ডমার্ক স্পর্শ করে চূড়ায় ওঠেন তিনি। এই ডাবলসের রেকর্ড গড়তে মাত্র ৫০ টেস্ট খেলতে হয়েছে সাকিবকে।

সবচেয়ে কম ম্যাচ খেলে ৩৫০০ রান ও ১৫০ উইকেটের ডাবলসের রেকর্ড এতদিন গ্যারি সোবার্স ও ইয়ান বোথামের দখলে ছিল। সোবার্স ও বোথামের লেগেছিল ৬৩ টেস্ট। সাকিব তার চেয়েও ১৩ টেস্ট কম খেলে চূড়ায় পৌঁছেন।

টেস্ট ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিসের ডাবলসের রেকর্ড গড়তে লেগেছিল ৬৯ টেস্ট। পাকিস্তানের কিংবদন্তি তারকা ইমরান খান ৮২ টেস্টে এবং ভারতের গ্রেট কপিল দেব ৮৫তম টেস্টে ৩৫০০ রান ও ১৫০ উইকেটের ডাবলসের রেকর্ড গড়েন।

অ্যান্ড্রু ফ্লিনটফের ৭১ এবং রবি শাস্ত্রীর লাগে ৭৮ ম্যাচ। সেউ তুলনায় আরো অনেক বেশি টেস্ট খেলতে হয় ড্যানিয়েল ভেট্টরি (৯৫) ও শন পোলককে (১০২)।

দৈনিক দেশজনতা /এন আর

 

 

প্রকাশ :আগস্ট ২৭, ২০১৭ ৮:৩৬ অপরাহ্ণ