১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:৫৬

চট্টগ্রামে ইয়াবাসহ পুলিশ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় পুলিশের এসআইসহ তিনজনকে ইয়াবাসহ গ্রেফতার করেছে র‌্যাব।

শনিবার দুপুরে আগ্রাবাদের পাঠানটুলির মদিনা ইলেকট্রনিক্স নামের একটি দোকান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে মোহাম্মদ আফাজ উল্লাহ (৪২) হালিশহর থানার এসআই। বাকি দুজন হলেন- খোরশেদ আলম (২৮) ও শহীদ উল্লাহ মজুমদার (৩৬)। তাদের সবার বাড়ি কুমিল্লায়।

এ ঘটনায় তিনজনকে আসামি করে ডবলমুরিং থানায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে বলে ওসি একেএম মহিউদ্দিন সেলিম জানান।

গ্রেফতার তিনজনের মধ্যে আফাজ উল্লাহ যে হালিশহর থানার এসআই, তা নিশ্চিত করেছেন ওই থানার ওসি মো. মাহফুজুর রহমান।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :আগস্ট ২৭, ২০১৭ ৬:৩৪ অপরাহ্ণ