১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০৬

সিংহ রাশি আর্থিক দিক ভালো যাবে

মেষ রাশি : আজ দিনটি আপনার জন্য খুব একটা ভালো নয়। শরীর খুব একটা ভালো নাও যেতে পারে। সাময়িক কোনো অসুস্থতায় ভোগার আশঙ্কা রয়েছে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। আহারে-বিহারে সতর্ক থাকুন।

বৃষ রাশি : বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল থাকবে। পড়াশোনায় মন বসাতে পারবেন। ধর্মকর্মের প্রতি আগ্রহ বাড়তে পারে। শিল্প-সংস্কৃতির প্রতি আগ্রহ বোধ করবেন। প্রেম-ভালোবাসার জন্য দিনটি শুভ।

মিথুন রাশি : মাতৃস্বাস্থ্য ভালো যাবে। মন ভালো থাকবে। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে। জ্ঞানস্পৃহা বাড়বে। কোনো আশা পূরণ হতে পারে। আবেগ সংযত রাখুন।

কর্কট রাশি : আত্মীয়দের সঙ্গে যোগাযোগ বাড়বে। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। ছোট ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। প্রয়োজনে তাদের সহযোগিতা পাবেন। পরিবেশের সঙ্গে মানিয়ে চলুন। ঠান্ডা থেকে সতর্ক থাকুন।

সিংহ রাশি : আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তিযোগ আছে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। কাউকে কোনো প্রতিশ্রুতি দেওয়ার আগে ভালোভাবে চিন্তা করে নিন। পড়াশোনায় আনন্দ পাবেন। বেহাত হওয়া কোনো সম্পদের দখল ফিরে পেতে পারেন।

কন্যা রাশি : শরীর ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকবে। আত্মপ্রতিষ্ঠার চেষ্টা জোরদার করুন। সে ক্ষেত্রে সাফল্য পেতে পারেন। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় সহজ হতে পারে। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে।

তুলা রাশি : কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। অনভিপ্রেত কোনো সংবাদ পেতে পারেন। শোকগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। গোপন শত্রুদের তৎপরতা বাড়তে পারে। ব্যয় বাড়তে পারে।

বৃশ্চিক রাশি : বড় ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। প্রয়োজনে তাদের সহযোগিতা পাবেন। আর্থিক দিক ভালো যেতে পারে। আয় উপার্জন বাড়তে পারে। মনের কোনো আশা পূরণ হতে পারে। পেশাগত যোগাযোগে সাফল্য পেতে পারেন।

ধনু রাশি : সামাজিক কাজকর্মে জড়াতে পারেন। সে ক্ষেত্রে সাফল্য পেয়ে যেতে পারেন। পাবলিক ইমেজ বাড়বে। কোনো উচ্চাশা পূরণ হতে পারে। অসুস্থ পিতার আরোগ্য লাভ হতে পারে।

মকর রাশি : সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। উচ্চ শিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। সম্ভাব্য ক্ষেত্রে বিদেশযাত্রা হতে পারে। জ্ঞানস্পৃহা বাড়বে। পেশাগত দিক ভালো যেতে পারে। কোনো আশা পূরণ হতে পারে।

কুম্ভ রাশি : ব্যবসায়িক দিক ভালো যাবে না। বিক্রয় বাণিজ্যে লোকসান হতে পারে। ট্যাক্স-সংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। পরধনপ্রাপ্তির সম্ভাবনা আছে। সাময়িক সংকট এড়িয়ে চলুন। না হলে বদনাম হতে পারে।

মীন রাশি : দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। ব্যবসায়িক দিক ভালো যেতে পারে। পারস্পরিক সামাজিক সম্পর্ক ভালো যেতে পারে। অপরের প্রতি সদাচরণ করুন। আপনজনদের কেউ শত্রুতা করতে পারে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :আগস্ট ২৭, ২০১৭ ৬:৩৩ অপরাহ্ণ