২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:৩৪

আ.লীগ ত্রাণ ভাগ-বাটোয়ারা করে নিচ্ছে : আবদুল্লাহ আল নোমান

নিজস্ব প্রতিবেদক:

বানভাসি মানুষের জন্য সরকারিভাবে বরাদ্দ ত্রাণ শাসকদলের নেতা-কর্মীরা ভাগ-বাটোয়ারা করে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।রোববার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন।

তিনি বলেন, ‘দেশের বিভিন্ন এলাকায় গিয়ে বিএনপির জাতীয় ত্রাণ ও পুনর্বাসন কমিটির সদস্যরা লক্ষ্য করেছে যে, দুর্গত এলাকাগুলোতে সরকারি কোনো ত্রাণ তৎপরতা নেই। বানভাসি মানুষরা বিএনপির টিমকে অভিযোগ করেছে যে, সরকারিভাবে বরাদ্দকৃত সামান্য ত্রাণটুকুও আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা ভাগ-বাটোয়ারা করছে।’

তিনি বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী দেরিতে হলেও ত্রাণ দিতে গিয়ে নৌকায় ভোট চাচ্ছেন, মানুষ বন্যায় ভাসছে ত্রাণ পাচ্ছে না, অথচ প্রধানমন্ত্রী নৌকায় ভোট চাইতে ব্যস্ত।’ ‘একদিকে খাদ্য সংকট অন্যদিকে আশ্রয়কেন্দ্র্রগুলোতে বানভাসি মানুষের উপচেপড়া ভিড়ের দৃশ্য সত্যি হৃদয়বিদারক। আশ্রয়কেন্দ্রে ঠাঁই না পেয়ে খোলা আকাশের নিচে কোনো রকমে স্থান করে নিয়েছে অসহায় নিরন্ন বন্যার্ত মানুষ। বন্যাদূর্গত এলাকাগুলোতে বিভিন্ন রোগ ছড়িয়ে পড়ছে।’

বিএনপির ত্রাণ কার্যক্রমে আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারি দলীয় লোকেরা বাধার সৃষ্টি করছে বলেও এ সময় অভিযোগ করেন তিনি।

বিএনপি ভাইস চেয়ারম্যান বলেন, ‘জাতিসংঘ বন্যাদুর্গতদের দুঃখ-দুর্দশা ও দেশের খাদ্য ঘাটতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রিপরিষদের সদস্যরা লাগামহীনভাবে মিথ্যাচার করে বলছেন দেশে কোনো খাদ্য ঘাটতি নেই। আগামী বোরো মৌসুমে ধানবীজ ক্রয়ে অপারগতার দুঃশ্চিন্তায় প্রহর গুণছে বানভাসিরা।’

আবদুল্লাহ আল নোমান কন্যাকবলিত এলাকায় সমন্বিত উদ্যোগের মাধ্যমে কৃষি পুনর্বাসন, কৃষকদের বিনা সুদে ঋণ প্রদান, গৃহ নির্মাণের ব্যবস্থা, কৃষকদের ধানের চারা বিনামূল্যে বিতরণ, ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট সংস্কার, ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো মেরামত করে শিক্ষার পরিবেশ তৈরির আহ্বান জানান।

বিএনপি বানভাসিদের ঘরবাড়ি নির্মাণ ও ধান বীজ ক্রয়ে সীমিত সাধ্য দিয়ে আর্থিক অনুদান দেওয়ার প্রকল্প হাতে নিয়েছে বলেও জানান তিনি।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :আগস্ট ২৭, ২০১৭ ৬:০৪ অপরাহ্ণ