১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০৩

মহাদেবপুরে প্রতিবন্ধী ভাতা আত্মসাতের অভিযোগ ইউপি মেম্বারের বিরুদ্ধে

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর মহাদেবপুর উপজেলার উত্তরগ্রাম ইউনিয়ন পরিষদ ২নং ওয়ার্ড মেম্বার ফিরোজ হোসেনের বিরুদ্ধে বাক প্রতিবন্ধীর টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে প্রতিবন্ধীর বাবা ফারুক হোসেন ১৭ই আগষ্ট উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উত্তরগ্রাম গ্রামের বাক প্রতিবন্ধী জান্নাতুন ফেরদৌস(৯)। গত ৩০ জুলাই মেম্বার ফিরোজ হোসেন টাকা উত্তোলনের জন্য প্রতিবন্ধী জান্নাতুন ফেরদৌসকে ইউনিয়ন পরিষদে নিয়ে যায়। এরপর কয়েকটি স্থানে টিপ সহি নেয়। এসময় প্রতিবন্ধী জান্নাতুন ফেরদৌসের বাবা-মা উপস্থিত ছিলেননা। পরে এক মহিলাকে মা সাজিয়ে মেম্বার ফিরোজ হোসেন ২০১৬-২০১৭ অর্থ বছরের ১৫৩৯ নং বই মোতাবেক রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক উত্তরগ্রাম শাখার ১২৭ নম্বর হিসাব থেকে প্রতিবন্ধী ভাতার ৭ হাজার ২শ’ টাকা উত্তোলন করেন। উত্তোলিত টাকা প্রতিবন্ধীর পরিবারকে না দিয়ে বই এবং টাকা নিজের কাছে রেখে দেন মেম্বার ফিরোজ হোসেন। পরে প্রতিবন্ধী জান্নাতুন ফেরদৌসের বাবা রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে টাকা উত্তোলন করতে গেলে ওই অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলন করা হয় বলে জানানো হয়।

প্রতিবন্ধীর বাবা ফারুক হোসেন বলেন, বিষয়টি মেম্বার ফিরোজ হোসেনকে জানালে তিনি টাকা উত্তোলন করেছেন বলে জানায়। বিষয়টি কাউকে না জানানোর জন্য এবং কিছু টাকা ফেরত দেওয়ার আশ্বাসদেন। তবে কোন টাকা ফেরৎ না দিয়ে প্রতিবন্ধী ভাতার কার্ড বাতিল হয়েছে বলে আমাকে জানানো হয়।

এ বিষয়ে মেম্বার ফিরোজ হোসেন বলেন, কেউ যদি টাকা উত্তোলন করে বাড়িতে আসার পথে টাকা হারিয়ে ফেলে সেটার দায়ভার কি আমার। তবে বিপক্ষ কিছু লোক আমাকে ফাঁসানোর জন্য পায়তারা করছে। আমার বিরুদ্ধে আনিত অভিযোগ ভিত্তিহীন ও বানোয়াট।

মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোবারক হোসেন বলেন, অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

দৈনিক দেশজনতা/এন এইচ

 

 

প্রকাশ :আগস্ট ২৭, ২০১৭ ৫:৫৮ অপরাহ্ণ