১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০৭

ইরাকের বাগদাদে গাড়িবোমা বিস্ফোরণে নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক :

ইরাকের রাজধানী বাগদাদে দুটি গাড়িবোমা হামলায় কমপক্ষে ৯জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ১৪জন। স্থানীয় সময় রোববার সকালে আবু দাশির জেলা ও দক্ষিণ বাগদাদে এ হামলার ঘটনা ঘটে।

এক ইরাকি পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, বাগদাদের আবু দাশির জেলায় একটি পেতে রাখা গাড়িবোমা বিস্ফোরিত হয়। এতে চারজন নিহত ও সাতজন আহত হয়। একই সময় বাগদাদের দক্ষিণে একটি পুলিশ চত্ত্বরে দ্বিতীয় বোমাটি বিস্ফোরিত হয়। এখানে কমপক্ষে পাঁচজন নিহত ও সাতজন আহত হয়। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ওই কর্মকর্তা আরো জানান, বিস্ফোরিত এলাকাগুলি পুলিশ ঘিরে রেখেছে। আবু দাশির এলাকায় তৃতীয় গাড়ি বোমার অনুসন্ধান চালাচ্ছে পুলিশ।

ঈদুল আজহার মাত্র তিনদিন আগে ছুটির জন্য বাগদাদ যখন প্রস্তুতি নিচ্ছে তখনই এই বোমা হামলার ঘটনা ঘটলো। তাৎক্ষনিকভাবে কেউ এ হামলার দায় স্বীকার করেনি। তবে সন্ত্রাসী গোষ্ঠি ইসলামিক স্টেট এ ধরণের হামলা চালিয়ে থাকে।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :আগস্ট ২৭, ২০১৭ ৫:৫৬ অপরাহ্ণ