১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩৪

যাত্রাবাড়ীতে অজ্ঞাত শিশুর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর যাত্রাবাড়ী কাজলা এলাকা থেকে পুলিশ অজ্ঞাত এক ছেলে শিশুর (১) লাশ উদ্ধার করেছে । শনিবার রাত ৮টায় দক্ষিণ কাজলা নয়ানগর ৪১/বি ৬তলা ভবনের নিচ তলার সিঁড়ির সামনে থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। স্থানীয় সূত্র জানায়, ছয় তলা ওই বাড়িটির এক বাসিন্দা সন্ধ্যায় নিচ তলায় দেখে সিঁড়ির সামনে শিশুটি অচেতন অবস্থায় পরে রয়েছে। ওই বাড়ির বাসিন্দারাসহ স্থানীরা কেউ শিশুটির পরিচয় সনাক্ত করতে পারেননি। পরে থানায় খবর দেয়া হয়।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনিসুর রহমান জানান, কে বা কারা ওই বাসার সামনে শিশুটির লাশ ফেলে গেছে। শিশুটি পরিচয় সনাক্ত হয়নি। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিডফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। শিশুটির শরীরে তেমন কোনও আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মুত্যু কারণ জানা যাবে। তার পরিচয় সনাক্তর চেষ্টা চলছে।

দৈনিকদেশজনতা/ আই সি

 

প্রকাশ :আগস্ট ২৭, ২০১৭ ১১:০৭ পূর্বাহ্ণ