২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:১২

কাশ্মীরে হামলায় ৮ সেনা-পুলিশ সদস্যসহ নিহত ১১

 

আন্তর্জাতিক ডেস্ক:

শনিবার সকালে কাশ্মীরের পুলওয়ামায় পুলিশ লাইনে হামলায় ৮ সেনা ও পুলিশ সদস্য নিহত হয়েছে।  সংবাদ সংস্থা এএনআই এর বরাত দিয়ে কলকাতা টোয়েন্টিফোর জানিয়েছে জঙ্গিদের এ হামলায় সাত জন আহত হয়েছে। এছাড়া ৩ নিহত হয়েছে। এদিকে জঙ্গি সংগঠন জয়েশ-ই-মহম্মদ হামলার দায় স্বীকার করেছে । জানা গেছে, সকালে পুলওয়ামাতে পুলিশ লাইনে ঢুকে ফিঁদায়ে হামলা চালায় তিন। তারা সেনাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পাল্টা প্রত্যাঘাত করে পুলিশ অফিসার ও সিআরপিএফ সদস্যরা। এরই ফাঁকে আবাসনের বিভিন্ন ব্লকে আটকে পড়া পুলিশ অফিসারদের পরিবারের সদস্যদের নিরাপদে বাইরে নিয়ে আসা হয়। নিরাপত্তা বাহিনীর সঙ্গে দীর্ঘক্ষণ বন্দুকযুদ্ধ চলে। শেষ খবর অনুযায়ী তিন জন নিহত হয়েছে। তবে তৃতীয় জঙ্গির মৃতদেহ এখনও উদ্ধার হয়নি।

এদিকে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে ৮ নিরাপত্তা কর্মী নিহত হয়েছে। এদের মধ্যে চার জন পুলিশ অফিসার। বাকি চার জন সিআরপিএফ সদস্য। এদিকে পুলওয়ামাতে জঙ্গি হামলার ঘটনার জন্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি কড়া নিন্দা করেন ।

দৈনিকদেশজনতা/ আই সি

 

প্রকাশ :আগস্ট ২৭, ২০১৭ ১০:৫৭ পূর্বাহ্ণ