১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩০

বিচারপতি শামসুদ্দিন চৌধুরীর বক্তব্য আদালত অবমাননার শামিল: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন বিচারপতিদের অপসারণ সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে সুপ্রিমকোর্টের সাবেক বিচারপাতি শামসুদ্দিন চৌধুরী মানিকের দেয়া বক্তব্য আদালত অবমাননার শামিল।
তিনি রোববার সকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, ষোড়শ সংশোধনীর রায় নিয়ে প্রশ্ন তোলা সংবিধানের লঙ্ঘন। এ রায় নিয়ে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মাকিক যে বক্তব্য দিয়েছেন তা আদালত অবমাননার শামিল। আদালত নিয়ে এবং প্রধান বিচারপতিকে যে ভাষায় তিনি যা বলেছেন, তা স্পষ্টত আদালত অবমাননা এবং সংবিধান লঙ্ঘনের শামিল।

দৈনিকদেশজনতা/ আই সি

 

প্রকাশ :আগস্ট ২৭, ২০১৭ ১০:৫৩ পূর্বাহ্ণ