১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:২৯

বাংলাদেশের শুরুতেই নেই ৩ উইকেট

স্পোর্টস ডেস্ক:

রোববার সকাল ১০টায় টস জিতে বাংলাদেশ ব্যাট হাতে মাঠে নামে। মুশফিকবাহিনীর ঘড়ির কাটায় সকাল সাড়ে ১০টা না বাজতেই ৩ উইকেট নেই। মুশফিকরা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের শুরুটা এমনই করল। দলীয় ১০ রান সংগ্রহ করে প্রথমে ওপেনার সৌম্য সরকার (৮) এর পর বাংলাদেশ দলের রান আর বাড়েনি। তবে শূন্য রানেই উইকেট হারায় ইমরুল কায়েস ও সাব্বির। অস্ট্রেলিয়া দলের বলার পেট কামিন্স তিনটি উইকেটই তুলে নেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত ব্যাট করছেন তামিম ইকবাল (৬) ও সাকিব আল হাসান (৪)। ৬ ওভার শেষে দলীয় রান ১৮। এর আগে সৌম্যের ব্যাট থেকে ৮ বলে ৮ রান আসে।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, ম্যাট রেনশো, স্টিভেন স্মিথ, উসমান খাজা, পিটার হ্যান্ডসকম্ব, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু ওয়েড, অ্যাস্টন আগার, পেট কামিন্স, জশুয়া হ্যাজলউড ও নাথান লায়ন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :আগস্ট ২৭, ২০১৭ ১১:০২ পূর্বাহ্ণ