১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩৩

বাংলাদেশের টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত

স্পোর্টস ডেস্ক:

মাশরাফির মতো মুশফিকের টস ভাগ্যটা অতো খারাপ নয়। তিনি প্রায়শই জেতেন, এবারও জিতলেন  টস তিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট টস জিতে অনুমিতইভাবেই ব্যাটিং বেছে নিয়েছেন। আগের রাতের বৃষ্টি হয়েছে, সকালেও আকাশ মেঘলা। সিমাররা মুভমেন্ট পেতে পারেন ভেবেও ব্যাটিং নেওয়ার পিচ মূল কারণ। মুশফিকের টস ভাগ্যটা মাশরাফির মতো অতো খারাপ নয়। যত সময় গড়াবে পিচ স্পিনারদের জন্য হয়ে যাবে স্বর্গভূমি। প্রথম এক ঘন্টার পর পেসাররাও খুব একটা হুমকির কারণ হবেন না। মুশফিক এমনটাই জানিয়েছেন ব্যাটিং নেওয়ার কারণ হিসেবে।

এদিকে মুমিনুল হকের নানা ঘটনায় দলে ফিরলেও একাদশে ফেরা হয়নি। টিম মেনেজম্যান্ট এই টেস্টের জন্য তিন নম্বরে ইমরুল কায়েসকেই বেছে নিয়েছে। মুমিনুল ছাড়াও লিটন কুমার দাস ও তাসকিন আহমেদ একাদশের বাইরে থাকছেন।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, মেহেদী হাসান মিরাজ, শফিউল ইসলাম, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।

অস্ট্রেলিয়ার একাদশ: স্টিভেন স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, ম্যাথু রেনশ, উসমান খাজা, পিটার হ্যান্ডসকম্ব, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু ওয়েড, অ্যাস্টন অ্যাগার, প্যাট কামিন্স, ন্যাথান লায়ন, জশ হ্যাজলউড।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :আগস্ট ২৭, ২০১৭ ৯:৫৮ পূর্বাহ্ণ