নিজস্ব প্রতিবেদক:
প্রতারক হজ এজেন্সিগুলোর বিরুদ্ধে নানা অভিযোগে প্রতারণার শিকার হজযত্রীরা বিক্ষোভ মিছিল করেছেন। রাজধানীর আশকোনার হজ ক্যাম্পে শনিবার দুপুরে হজযাত্রীরা নানা স্লোগানে এ মিছিল করেন। বিক্ষোভ মিছিলে থেকে মদিনা এয়ার ইন্টারন্যাশনাল এভিয়েশন, আল বালাদ, সাইদ এয়ার ইন্টারন্যাশনাল, ইকো ট্রাভেলস, সানজিদ ট্রাভেলসহ আরো বেশ কয়েকটি এজেন্সির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তোলা হয়। এ সময় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী শেষ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন প্রতারিত হজযাত্রীরা।
মো. ইদ্রিস আলী বলেন, ‘আমরা সবাই গত বছর হজে যাওয়ার জন্য মদিনা এয়ার ইন্টারন্যাশনাল হজ এজেন্সিতে টাকা জমা দিয়েছিলাম। যেতে পারিনি। এজেন্সির মালিক সাইফুল ইসলাম বলেছিল এবার পাঠাবে কিন্তু সেটাও সম্ভব হচ্ছে না। আমরা তার বিচার চাই।’
ভুক্তভোগী হজযাত্রীরা বলেন, আমাদের মরা ছাড়া আর কোনো উপায় নেই। আমরা যেভাবেই হোক হজে যেতে চাই। আর যারা হজযাত্রীদের নিয়ে বাণিজ্য করছে তাদের বিচার চাই। আমাদের সবার ভিসা হয়েছে কিন্তু এজেন্সির মালিক বিমানের টিকেট না দিয়ে পালিয়েছে। এখন আমাদের কী উপায়?
এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বজলুল হক হারুন। তিনি বলেন, ‘অনেক এজেন্সির বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। আমরা ইতোমধ্যে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছি। তারা যদি দুই দিনের মধ্যে হজযাত্রীদের পাঠানোর ব্যবস্থা না করে, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি আরো বলেন, ‘আমরা আশা করছি, যাদের ভিসা হয়েছে তারা সবাই হজে যেতে পারবেন। এ জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’
দৈনিক দেশজনতা /এমএইচ