১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০৬

রেলক্রসিংয়ে পিকআপ ভ্যানে ট্রেনের ধাক্কায় নিহত ৩

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পিকআপ ভ্যানের তিনজন নিহত হবার খবর পাওয়া গেছে। এ সময় গুরুতর আহত হয়েছেন আরো তিনজন। উপজেলার বক্তারপুর এলাকায় শনিবার (২৬ আগস্ট) দুপুর তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা অপূর্ব বল শনিবার দুপুরে পরিবর্তন ডটকমকে জানান, খুলনা থেকে সুন্দরবন এক্সপ্রেস ঢাকার কমলাপুরে যাচ্ছিল। এ সময় সিরাজগঞ্জ থেকে মাছ নিয়ে ঢাকামুখী একটি পিকআপ বক্তারপুর রেলক্রসিংয়ে উঠে গেলে এই দুর্ঘটনা ঘটে।

স্টেশন কর্মকর্তা অপূর্ব বল জানান, ঘটনাস্থলেই দুজন মারা যান। গাজীপুর তাজউদ্দিন আহম্মেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আরেকজনকে মৃত ঘোষণা করেন ডাক্তাররা।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :আগস্ট ২৬, ২০১৭ ৪:২২ অপরাহ্ণ