২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:০০

কিম জং উনের হত্যা প্রচেষ্টাকে যুদ্ধ ঘোষণার শামিল বলে মন্তব্য

আন্তর্জাতিক ডেস্ক,

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বিরুদ্ধে কথিত হত্যা প্রচেষ্টাকে যুদ্ধ ঘোষণার শামিল বলে মন্তব্য করেছে পিয়ংইয়ং।

 উত্তর কোরিয়া অভিযোগ তুলেছে, গত কয়েকদিন আগে কিমের জন্মদিন উপলক্ষে রাজধানী পিয়ংইয়ংয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিষ প্রয়োগের মাধ্যমে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এবং দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা তাকে হত্যার প্রচেষ্টা চালায়।

জাতিসংঘে উত্তর কোরিয়ার স্থায়ী মিশন এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে, ‘কোরিয়ান স্টাইলে’ দুই দেশের গোয়েন্দা সংস্থা ও ষড়যন্ত্রকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে নির্মূল অভিযান চালানো হবে। মার্কিন ও দক্ষিণ কোরিয়ার ‘উন্মাদ’ গুপ্তরচরদের খুঁজে বের করা হবে বলেও জোরালো অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে ওই বিবৃতিতে।

উত্তর কোরিয়ার স্থায়ী মিশনের এ বিবৃতিতে আরো বলা হয়েছে,ষড়যন্ত্রকারীরা একজন সন্ত্রাসীকে দক্ষিণ কোরিয়ায় প্রবেশ করিয়েছে যার কাছে কৃত্রিম উপগ্রহের উপকরণ রয়েছে। উত্তর কোরিয়ার সন্ত্রাসবিরোধী তৎপরতার প্রতি জাতিসংঘ সদস্য দেশগুলোকে সমর্থন দেয়ার আহ্বান জানানো হয়েছে এ বিবৃতিতে।

কিম জং উনকে হত্যা প্রচেষ্টা নিয়ে গত ৮ মে প্রথম সংবাদ প্রচার করে কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি বা কেসিএনএ।

এন/এইচ=দেশ জনতা

প্রকাশ :মে ১২, ২০১৭ ১২:৩৫ অপরাহ্ণ