১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩৩

মিডল স্ট্যাম্প পড়ে গেলেও পরেনি বেল

স্পোটস ডেস্ক:

ক্রিকেটে ইতিহাসে এমন বিস্ময়কর ঘটনা খুব একটা ঘটে না বললেই চলে।  শট খেলতে গিয়ে বল মিস করলেন ব্যাটসম্যান, উপড়ে গেল মিডল স্টাম্প।  কিন্তু সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, বেল পড়ল না একটিও! তবুও ব্যাটসম্যানকে আউট দেওয়া হয়েছে।

ঘটনাটা গত সপ্তাহে অস্ট্রেলিয়ার মেলবোর্নে একটি শীতকালীন প্রতিযোগিতায় মুনি ভ্যালি ও স্ট্র্যাটমোর হাইটসের ম্যাচে।  যেখানে ‘ক্লিন’বোল্ড হয়ে যান মুনি ভ্যালির ব্যাটসম্যান যতীন্দর সিং।  এ ঘটনার পর যতীন্দরকে আউট দেবেন কি না, সেটা নিয়ে দুই আম্পায়ার ছিলেন দ্বিধাবিভক্ত।

এমসিসির আইনে বলা আছে, বেল পুরোপুরি না পড়লে ব্যাটসম্যান আউট হবে না।  আবার এটাও বলা আছে, স্টাম্প মাটি থেকে উপড়ে গেলে আউট দেওয়া যাবে।  বেশ কয়েক দফা আলোচনার পর শেষ পর্যন্ত যতীন্দরকে আউট দেওয়ার সিদ্ধান্ত নেন আম্পায়াররা।

এন/এইচ=দেশ জনতা

প্রকাশ :মে ১২, ২০১৭ ১২:২৪ অপরাহ্ণ