১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:০৭

চিরনিদ্রায় শায়িত হলেন বেতার শিল্পী মনজুর আহমদ

দৈনিক দেশজনতা ডেস্ক:

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সঙ্গীতশিল্পী মুক্তিযাদ্ধা মনজুর আহমদ আর নেই। এক মাস ২৩ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হেরে গেলেন এই কণ্ঠ ও মুক্তিযাদ্ধা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। বুধবার যুক্তরাষ্ট্রের লস এন্জেলেসের গ্লেনডেল আ্যাডভেনটিস্ট মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার ভাই ডা. নাসির আহমেদ অপু জানান, স্থানীয় সময় বুধবার (২৩ আগস্ট) ভোর রাত ৩টায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তিনি স্ত্রী জেবুন মনজুর, পুত্র গালিব মনজুর, কন্যা ফাইকা মনজুর, বোন বিশিষ্ট কণ্ঠশিল্পী রিনা আহমেদসহ অসংখ্য গুণগ্রাহী ও ভক্তবৃন্দ রেখে গেছেন। চার ভাই ও তিন বোনের মধ্যে মনজুর আহমেদ ছিলেন দ্বিতীয়। গুণী এই শিল্পীর জন্ম ফরিদপুর জেলায় হলেও তিনি বেড়ে উঠেছেন ঢাকায়। তিনি বাংলাদেশ কণ্ঠশিল্পী সংস্থার সাধারণ সম্পাদক ছিলেন। দেশের অন্যতম সেরা পিয়ানো বাদক, গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী মনজুর আহমেদ অসুস্থ হয়ে গত ১ জুলাই লস এন্জেলেসের হাসপাতালে ভর্তি হন। মৃত্যুর চারদিন আগে তাকে দেখতে গিয়েছিলেন লস এন্জেলেসস্থ কনস্যুলেটের কনসাল জেনারেল প্রিয়তোষ সাহাসহ কমিউনিটির নেতৃবৃন্দ। মরহুমের মরদেহ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। তার মরদেহ বাংলাদেশে আনার প্রক্রিয়া চলছে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :আগস্ট ২৪, ২০১৭ ১২:৪৭ অপরাহ্ণ