১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:১৬

রাজবাড়ীতে পানি কমলেও কমে নাই দুর্ভোগ

নিজস্ব প্রতিবেদক:

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া পয়েন্টে পদ্মানদীর পানি কমা অব্যাহত থাকলেও কমছে না বানভাসীদের দুর্ভোগ। গত ২৪ ঘণ্টায় দৌলতদিয়া পয়েন্টে ১১ সেন্টিমিটার কমে আজ বৃহস্পতিবার পানি বিপদসীমার ৫৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বন্যার পানিতে নিমজ্জিত হওয়ার কারণে অনেকে তাদের পারিবার পরিজন ও গবাদিপশু নিয়ে আশ্রয় নিয়েছেন উঁচু স্থানে। কিন্তু প্রতিদিনের নিয়মিত বৃষ্টি তাদের দুর্ভোগ আরো বাড়িয়ে দিয়েছে। পর্যাপ্ত জায়গা না থাকায় থাকা-খাওয়া নিয়ে সমস্যায় পড়েছেন তারা। এদিকে জেলা প্রশাসন উপজেলা প্রশাসনের সহায়তায় ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে চাল ও নগদ অর্থ বিতরণ করছে। কিন্তু ক্ষতিগ্রস্তদের চাহিদার তুলনায় তা সামান্য বলে মনে করছেন অনেকে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলার ৫ উপজেলার ১৯টি ইউনিয়নের ২১৮টি গ্রামের ৪৩ হাজার ৩১০টি পরিবারের ১ লাখ ৪৮ হাজার ২৪৬ জনের ১ হাজার ২৭০টি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে পানি ওঠার কারণে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়সহ ৫৪টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সেই সঙ্গে বন্যার পানিতে জেলার ৩ হাজার ৫০৪ হেক্টর ফসলি জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বন্যা দুর্গতদের চিকিৎসা সেবা দিতে ৪৮টি মেডিকেল টিম কাজ করছে। রাজবাড়ী জেলা প্রশাসক মো. শওকত আলী জানান, রাজবাড়ীতে বন্যা ও অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিতে নিরলসভাবে কাজ করছেন। প্রতিদিনই এক বা একাধিক ইউনিয়নে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করছেন। এছাড়া জেলায় বহু ফসলি জমির ক্ষতি হওয়ায় ক্ষতিগ্রস্তদের বিনামূল্যে সার ও বীজ দেওয়া এবং গো খাদ্যের সমস্যা থাকলে সে বিষয়েও সাহায্য করা হবে বলে জানান তিনি।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :আগস্ট ২৪, ২০১৭ ১২:৩৯ অপরাহ্ণ