আন্তর্জাতিক ডেস্ক:
ব্রাজিলের উত্তরে নৌকাডুবিতে অন্তত ৭ জনের প্রাণহানি হয়েছে। এ দুর্ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ৪০ জন।
দেশটির পাবলিক সিকিউরিটি অফিস স্থানিয় সময় বুধবার জানিয়েছে, ৭০ জন আরোহী নিয়ে নৌকাডুবির ঘটনায় ২৫ জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অন্যরা এখনো নিখোঁজ আছেন।
কর্তৃপক্ষ জানায়, অ্যামাজনের ব্রাজিল অংশে জিনগু নদীতে ২২ আগস্ট রাতে নৌকাটি ডুবে যায়। তবে প্রাথমিক ভাবে ডুবে যাওয়ার কারণ জানা যায় নি। ভিক্টোরিয়া দ্য জিনগুর উদ্দেশ্যে রওনা দিয়ে দুর্ঘটনার কবলে পড়ে নৌকাটি।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

