১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:১৮

ট্রলারে বজ্রপাত লাশ উদ্ধার ৬

নিজস্ব প্রতিবেদক:

সাভারে বংশী নদীতে ট্রলারে বজ্রপাতের ঘটনায় এ পর্যন্ত ৬ শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। এরমধ্যে গত মঙ্গলবার ৩ জন এবং গতকাল বুধবার ধলেশ্বরী নদী থেকে আরো ৩ জনের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস। এ ঘটনায় এখনো ২ জন নিখোঁজ রয়েছেন। ফায়ার সার্ভিসের সদস্যরা নদীতে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।

শ্রমিক ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে বংশী নদীর কাতলাপুর ঘাট থেকে একটি ট্রলারে করে ৭০ জন শ্রমিক নদীর অন্য পাড়ে মিলন গার্মেন্টস ও আকতার ফার্নিচারে যাওয়ার জন্য রওয়ানা দেয়। ট্রলারটি বংশী নদীর মাঝখানে পৌঁছলে হঠাৎ বজ্রপাত হয় শ্রমিকবাহী ওই ট্রলারটির ওপর। বজ্রপাতে মিলন গার্মেন্টসের শ্রমিক সোহাগ (২৪) ও আকতার ফার্নিচারের আবুল হোসেন (২৭) ঘটনাস্থলেই মারা যান। নারীসহ আহত হন অন্তত ১০ জন। পরে স্থানীয়রা নিহত দুই জনের লাশ ও আহতদের উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আলেয়া বেগমের (৪৫) মৃত্যু হয়। নদীতে নিখোঁজ হন অপর ৫ জন।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার লিটন আহমেদ জানান, গতকাল দ্বিতীয় দিনের উদ্ধার অভিযানে হেমায়েতপুরের ধল্লা ব্রিজের ধলেশ্বরী নদী থেকে আকতার ফার্নিচারের শ্রমিক মোহেলা (৩৫), সীনতি রানী (৩২) ও দিপু লালের (৩২) লাশ উদ্ধার করা হয়। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৬ জনে। এখনো রেবেকা ও হোসনে আরা নামের দুই জন নিখোঁজ রয়েছে। নদীতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :আগস্ট ২৪, ২০১৭ ৯:৩৩ পূর্বাহ্ণ