আন্তর্জাতিক ডেস্ক:
মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি বাসভবনের নাম হোয়াইট হাউস। এবার সেই হোয়াইট হাউসেই একটি বেনামী প্যাকেটকে ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্য।
মঙ্গলবার এই ঘটনাটি ঘটে৷ ঘটনার পর পরই ঘটনাস্থলে পুলিশ এবং তদন্তকারী অফিসাররা হাজির হয়৷
জানা যায়, স্থানীয় সময় দুপুর দেড়টা নাগাদ এই প্যাকেটটি নজরে আসে৷ এরপরই সেখান থেকে সকলকে সরিয়ে দেওয়া হয়ে৷ যদিও এই ঘটনার জেরে কোনও হতাহতের খবর
পাওয়া যায়নি।
তদন্তকারী অফিসার ও পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, হোয়াইট হাউস কমপ্লেক্সের উত্তর দিক থেকে উদ্ধার করা হয় সেই প্যাকেটটি৷ প্যাকেটটি কিভাবে ওখানে এসে পৌঁছল সেটি নিয়ে তদন্ত শুরু করছে পুলিশ৷ কে বা কারা এই ঘটনাটির পিছনে জড়িত সেটি খুঁজে বের করার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে৷
এদিকে হোয়াইট হাউস সূত্রে খবর, এই প্যাকেটটি এখনও অবধি খোলা হয়নি৷ প্যাকেটের ভিতর বিস্ফোরক পদার্থ থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে পুলিশ৷
দৈনিক দেশজনতা/এন এইচ