২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ২:১৫

বিশ্বের সবচেয়ে দ্রুতগতির বুলেট ট্রেন চালু করতে যাচ্ছে চীন

আন্তর্জাতিক ডেস্ক:

আবারও বিশ্বের সবচেয়ে দ্রুতগতির বুলেট ট্রেন চালু করতে যাচ্ছে চীন। ২০১১ সালে ফুশিং নামের ওই দ্রুতগতির ট্রেনগুলোর সর্বোচ্চ গতিবেগ রেকর্ড করা হয়েছিল ঘণ্টায় ৩০০ কি.মি।

২০১১ সালের পর দু’টি ট্রেন দুর্ঘটনায় ৪০ যাত্রীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ওই ট্রেন সেবা বন্ধ করে দেয়া হয়। আগামী সপ্তাহ থেকে নতুন করে এসব ট্রেন আবারও চালু করা হবে। এবারের ট্রেনগুলো আগের চেয়েও বেশি গতিতে চলবে। ঘণ্টায় এগুলোর গতিবেগ ৩৫০ কি.মি. হবে।

এর ফলে বেইজিং থেকে সাংহাইয়ের যাত্রার সময় এক ঘণ্টা কমে যাবে বলে জানানো হয়েছে। সেপ্টেম্বর মাসের ২১ তারিখ থেকে সাতটি বুলেট ট্রেনকে সর্বোচ্চ গতিবেগে চলাচলের অনুমতি দেয়া হবে। এই ট্রেনগুলোতে উন্নত মনিটরিং প্রযুক্তি বসানো হয়েছে।

জরুরি সংকেত বেজে ওঠার সঙ্গে সঙ্গেই ট্রেনটি স্বয়ংক্রিয়ভাবে গতি কমাবে, নয়তো একেবারে থেমে যাবে। রেল কোম্পানিগুলো রেলপথের উন্নয়নের জন্য কাজ করছে যাতে এসব ট্রেন ঘণ্টায় ৪০০ কি.মি. বেগে চলতে পারে। ধারণা করা হয় চীনের মোট রেলপথ ১৯ হাজার ৯৬০ কি.মি. দীর্ঘ।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :আগস্ট ২৩, ২০১৭ ১২:৩১ অপরাহ্ণ