২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:২৭

প্রধান বিচারপতির সরে যাওয়া উচিত: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান বিচারপতি এস কে সিনহার উদ্দেশ্যে বলেন, উনি সরে গেলেই পারেন। উনার তো পদ থেকে সরে যাওয়া উচিত ছিল।
আজ রাজধানীর কৃষিবিদ ইনিস্টিটিউটে এক আলোচনা সভায় দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, জনগণের ভোটে সংসদ সদস্যরা নির্বাচিত হন। তারা নির্বাচন করেন রাষ্ট্রপতিকে। সেই রাষ্ট্রপতি নিয়োগ দেন প্রধান বিচারপতিকে। সংসদের বিষয়ে অশালীন মন্তব্যের আগে উনাকে (এস কে সিনহা) এসব ভেবে দেখা দরকার ছিল।
প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তানের আদালতের উদাহরণ দিচ্ছেন। পাকিস্তানের আদালতের উদাহরণ উল্লেখ করে হুমকি দিয়ে কোনো লাভ নেই। কারণ, আমরা ইয়াহিয়া, আইয়ুব খান, জিয়াউর রহমান, এরশাদের ক্ষমতা দেখেছি। ভয় দেখিয়ে কোনো লাভ নেই। পাকিস্তানের আদালতের সঙ্গে উদাহরণ দেয়ার বিচার আমি দেশবাসীর কাছে দিলাম।

দৈনিক দেশজনতা/এন আর

 

প্রকাশ :আগস্ট ২১, ২০১৭ ৮:৩১ অপরাহ্ণ