১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩০

দুদকের নতুন সচিব শামসুল আরেফিন

নিজস্ব প্রতিবেদক:

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব (ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায়) হিসেবে নিয়োগ পেয়েছেন সংস্থাটির মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. শামসুল আরেফিন।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ নিয়োগ দিয়ে এক আদেশ জারি করা হয়েছে।

এর আগে অবসরে যাওয়ার সুবিধার্থে গত ১৬ আগস্ট দুদক সচিব আবু মো. মুস্তাফা কামালকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বিসিএস প্রশাসন ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা শামসুল আরেফিনের গ্রামের বাড়ি ময়মনসিংহে। তিনি জয়পুরহাটের সহকারী কমিশনার ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট হিসেবে চাকরি জীবন শুরু করেন।

এরপর মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, রাষ্ট্রপতির কার্যালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ছিলেন সৌদি আরবে সহকারী হজ অফিসার। এছাড়া তিনি ঢাকা ওয়াসার সচিব ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

দৈনিক দেশজনতা/এন আর

প্রকাশ :আগস্ট ২১, ২০১৭ ৭:৫৮ অপরাহ্ণ