২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৮:২৩

মঙ্গল-বুধবারের ডিগ্রি পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের মঙ্গলবার (২২ আগস্ট) ও পরশু বুধবারের (২৩ আগস্ট) পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।

এছাড়া, গত ১৩ আগস্ট থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত করা পরীক্ষাগুলোর নতুন রুটিনও প্রকাশ কেরা হয়েছে।

সোমবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয় ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য শুধুমাত্র ২০১৫ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের ২২ আগস্ট ও ২৩ আগস্টের পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ১৩ আগস্ট থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যেসব পরীক্ষা স্থগিত করা হয়েছে, সেসব পরীক্ষা অনুষ্ঠানের জন্য সংশোধিত তারিখ ও সময়সূচি প্রকাশ করা হলো। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট অথবা শিক্ষার্থীদের নিজ নিজ কলেজের ওয়েবসাইটে এই সংশোধিত তারিখ ও সময়সূচি পাওয়া যাবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য অন্য সব পরীক্ষা আগের নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

দৈনিক দেশজনতা/এন আর

 

প্রকাশ :আগস্ট ২১, ২০১৭ ৮:৪৩ অপরাহ্ণ