নিজস্ব প্রতিবেদক:
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা পাকিস্তান সুপ্রিমকোর্ট কর্তৃক দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে অযোগ্য ঘোষণার কথা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে স্মরণ করিয়ে দিলেন। রোববার অধস্তন আদালতের বিচারকদের চাকরিবিধি গেজেট আকারে প্রকাশ সংক্রান্ত শুনানিকালে প্রধান বিচারপতি এ কথা স্মরণ করিয়ে দেন। প্রধান বিচারপতি বলেন, আমরা বিচার বিভাগ ধৈর্য ধরছি, যথেষ্ট ধরছি। আজকে একজন কলামিস্টের লেখা পড়েছি। সেখানে ধৈর্যের কথা বলা আছে। তিনি বলেন, পাকিস্তানের সুপ্রিমকোর্ট প্রধানমন্ত্রীকে (নওয়াজ শরীফ) ইয়ে (অযোগ্য) করেছেন। সেখানে কিছুই (আলোচনা-সমালোচনা) হয়নি। আমাদের আরও পরিপক্কতা দরকার। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে উদ্দেশ করে প্রধান বিচারপতি বলেন, মিডিয়াতে অনেক কথা বলছেন। কোর্টে এসে অন্য কথা বলেন। আপনাকে নয়, আপনাদের বলছি- আপনি বলেন কবে কি হবে। আপনারা ঝড় তুলছেন, আমরা কোনো মন্তব্য করেছি? জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, না; আপনারা করেননি।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, ‘পাকিস্তানের আদালতে তো অনেক কিছুই হয়ে গেল, সেখানে ঝড় ওঠেনি। আপনারা মিডিয়ায় অনেক কথা বলবেন, এটা ঠিক নয়।’ তিনি রোববার অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের উদ্দেশ্যে একথা বলেন। এদিন অধস্তন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাবিধি গেজেট আকারে প্রকাশের সময় অ্যাটর্নি জেনারেল আবেদন করেন। পরে আপিল বিভাগ সরকারপক্ষকে ৮ অক্টোবর পর্যন্ত সময় দেন। এই আবেদনের শুনানিকালে অ্যাটর্নি জেনারেলকে উদ্দেশ্য করে প্রধান বিচারপতি বলেন, ‘আপনারা মিডিয়ায় অনেক কথা বলবেন, এটা ঠিক নয়। ঝড় তো আপনারাই উঠাচ্ছেন, আমরা শুধু ধৈর্য ধরছি।’ এ সময় তিনি বলেন, ‘আমি কিন্তু ‘আপনারা’ বলেছি, আপনাকে নয়।’ প্রধান বিচারপতি অভিযোগ করেন শৃঙ্খলাবিধি নিয়ে সরকারকে আলোচনায় বসতে ডাকলেও আপিল বিভাগের সঙ্গে কেউ আলাপ করেনি।
দৈনিকদেশজনতা/ আই সি