২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩৬

মাহমুদুল্লাহ সিপিএল খেলতে যাচ্ছেন

স্পোর্টস ডেস্ক:

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট দলে জায়গা না পাওয়ায় ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) এর দল জ্যামাইকা তালওয়াস মাহমুদুল্লাহ রিয়াদকে ডেকেছে। বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটসম্যান সেই ডাকে সাড়া দিয়েছেন। বিসিবি থেকে অনাপত্তিপত্র পেলে মঙ্গলবারই তিনি উড়াল দেবেন। এবার সাকিব আল হাসান সিপিএলে জ্যামাইকা তালওয়াসের হয়ে খেলে এসেছেন। মেহেদী হাসান মিরাজ ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে সিপিএল খেলতে গিয়েছিলেন। তামিম ইকবালও সিপিএলের একটি আসরে খেলেছেন। মাহমুদুল্লাহ খেলতে গেলে তিনি হবেন সিপিএল খেলতে যাওয়া চতুর্থ বাংলাদেশি। মাহমুদুল্লাহ জানিয়েছেন, সিপিএলে সুযোগ পাওয়া তার জন্য বড় ঘটনা। তিনি সে সুযোগ কাজে লাগিয়ে পারফর্ম করতে চান। অনাপত্তিপত্র (এনওসি) চেয়ে এরমধ্যেই তিনি বিসিবিতে আবেদন করেছেন। তবে নির্বাচকরা কেবল ঢাকা টেস্টের জন্যই শনিবার দল দিয়েছিলেন। চট্টগ্রাম টেস্টের দল এখনো দেওয়া হয়নি। তার আগেই কেন মাহমুদুল্লাহ সিপিএল খেলতে যাওয়ার সিদ্ধান্ত নিলেন? একটি সূত্র থেকে জানা গেছে, চট্টগ্রামে দ্বিতীয় টেস্টের দলেও মাহমুদুল্লাহর থাকার সম্ভাবনা নেই। তিনি এটা জেনেই সিপিএল খেলতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

বিসিবি থেকে এনওসি পেলে আসরের বাকি ম্যাচগুলো খেলে আসতে পারবেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে দারুন খেলা এই ব্যাটসম্যান। সিপিএলে জ্যামাইকার পরের ম্যাচ ২১ আগস্টে তার থাকার সম্ভাবনা নেই। তাকে ২৫ আগস্ট সেন্ট লুসিয়া স্টার্সের বিপক্ষে দেখা যেতে পারে। জ্যামাইকার খেলা আছে ২৬, ২৯ , ৩০ আগস্ট ও ১ সেপ্টেম্বরে। দল ফাইনালে উঠলে মাহমুদুল্ললাহ ৯ সেপ্টেম্বর পর্যন্ত ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে থাকতে পারেন।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :আগস্ট ২০, ২০১৭ ১২:৩৩ অপরাহ্ণ