২১শে নভেম্বর, ২০২৪ ইং | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৯:৫৭

রাজশাহীতে ‘জঙ্গি আস্তানায়’ অভিযান, নিহত ৬

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহীর গোদাগাড়ীর হাসাবপুরের একটি বাড়িতে জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান চালাচ্ছে আইশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বুধবার রাত থেকে শুরু হওয়া এই অভিযানের মধ্যেই আজ সকালে ‘আত্মঘাতি বিস্ফোরণে’ অন্তত ছয় জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন ফায়ার সার্ভিসের সদস্য। অন্য পাঁচজন সন্দেহভাজন জঙ্গি।

রাজশাহীর গোদাগাড়ী সার্কেলের সিনিয়র এএসপি মো. একরামুল হক ঘটনাস্থল থেকে এ তথ্য জানিয়েছেন।  তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

এদিকে ওই আস্তানা থেকে সুমাইয়া নামের এক নারী আত্মসমর্পণ করেছেন।  এসময় ওই নারীর সঙ্গে থাকা সুরাইয়া (দেড় মাস) ও জোবায়ের (৭) নামের দুই শিশুকে উদ্ধার করা হয়।

এঘটনায় এসআই উৎপল, কনস্টেবল তাজুলসহ পুলিশের চার সদস্যও আহত হয়েছেন।  তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (১১ মে) ভোর থেকে ওই বাড়িটি জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখে পুলিশ।  সকাল পৌনে ৮টার দিকে ওই আস্তানা থেকে একটি আত্মঘাতী বোমার বিস্ফোরণের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সকাল পৌনে ৮টার দিকে ফায়ার সার্ভিসের একটি দল নিরাপদ দূরত্ব বজায় রেখে জঙ্গি আস্তানায় পানি ছিটাচ্ছিল।  এ সময় ওই আস্তানা থেকে দুই শিশুসহ আটজন বের হন।  বের হয়েই তারা ফায়ার সার্ভিসের কর্মীদের ওপর বোমা ও বর্শা নিয়ে হামলা চালায়।  পুলিশও পাল্টা গুলি চালায়।  একপর্যায়ে জঙ্গিরা আত্মঘাতি বোমা বিস্ফোরণ ঘটায়।  এতে পাঁচ জঙ্গি ঘটনাস্থলেই নিহত হন।  এ ছাড়া ফায়ার সার্ভিসের কর্মী আব্দুল মতিন আহত হয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এদিকে, এ ঘটনায় জঙ্গি আস্তানার আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।  উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ নেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।

N/R

প্রকাশ :মে ১১, ২০১৭ ৬:৫৮ অপরাহ্ণ