নিজস্ব প্রতিবেদক:
চলতি অর্থবছরে প্রবৃদ্ধি অর্জন ৭.৫ শতাংশ হতে পারে বলে আশা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
তিনি বলেন, আগামী বাজেট হবে এই সরকারের সর্বশ্রেষ্ঠ বাজেট। যার আকার হতে পারে চার লাখ কোটি টাকার বেশি।
দুপুরে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে গণমাধ্যম মালিকদের সঙ্গে প্রাকবাজেট আলোচনায় মন্ত্রী এসব কথা জানান।
আলোচনায় জাতীয় দৈনিকের সম্পাদক ও প্রকাশকরা আমদানি করা নিউজপ্রিন্টের শুল্ককর কমানো, বিজ্ঞাপনের দর বৃদ্ধি, ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা, রফতানিকে উৎসাহিত করা ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করার জন্য বরাদ্দ আরও বাড়ানোর পরামর্শ দেন।
তিনি বলেন, আগামী বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুতে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া ১ জুলাই থেকে নতুন ভ্যাট আইন বাস্তবায়িত হবে। ভ্যাটের হারও কমানো হবে ।
N/R