১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:১৩

অবসরের পর আফগানিস্তানের কোচ হচ্ছেন ইউনিস খান

স্পোর্টস ডেস্ক:

ইউনিস খান ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলছেন ডোমিনিকায়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ‍তৃতীয় ও শেষ টেস্ট খেলেই পাকিস্তানের ব্যাট-প্যাড তুলে রাখবেন অভিজ্ঞ এ ব্যাটসম্যান।

খেলা না ছাড়তেই আফগানিস্তান ক্রিকেট দলের কোচ হওয়ার প্রস্তাবে রাজি হয়েছেন ইউনিস। বৃহস্পতিবার আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) চেয়ারম্যান আসিফ মাশাল এমনটাই জানিয়েছেন।

ডন নিউজকে মাশাল জানান এ খবর, ‘আফগান ক্রিকেট দলের কোচ হতে রাজি ইউনিস। বোর্ড এখন চুক্তি চূড়ান্ত করতে কাজ করছে।’ঘোষণাটা এখনও আনুষ্ঠানিক হয়নি।

প্রথম পাকিস্তানি ক্রিকেটার হিসেবে টেস্টে ১০ হাজার রানের মাইলফলক গড়েন ইউনিস। ক্যারিয়ারের ১১৬তম টেস্টে এই ল্যান্ডমার্কে পৌঁছেন পাকিস্তানের ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক ।

N/R
প্রকাশ :মে ১১, ২০১৭ ৫:০২ অপরাহ্ণ