১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩৯

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি বাংলাদেশ-আয়ারল্যান্ড

ক্রীড়া প্রতিবেদক :

আগামীকাল আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। স্বাগতিক আয়ারল্যান্ড ছাড়া সিরিজের অপর দল নিউজিল্যান্ড। উদ্বোধনী দিন স্বাগতিক আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ডাবলিনের মালাহিডে বাংলাদেশ সময় বিকেল পৌনে চারটায় শুরু হবে ম্যাচটি।

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্যই নিজেদের তৈরি করতে গেল ২৭ এপ্রিল ইংল্যান্ডে পৌঁছায় বাংলাদেশ দল। সাসেক্সে নয়দিনের অনুশীলন পর্ব শেষ করে গেল ৭ মে আয়ারল্যান্ডে অবতরণ টাইগাররা।

ত্রিদেশীয় সিরিজে প্রত্যেক দল একে অপরের বিপক্ষে দু’বার করে খেলবে। প্রত্যক দলের চারটি করে ম্যাচ। শীর্ষ পয়েন্ট পাওয়া দলটি হবে চ্যাম্পিয়ন। পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থাকা দলটি হবে রার্নাস-আপ।

N/R

প্রকাশ :মে ১১, ২০১৭ ৭:১৩ অপরাহ্ণ