১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:২৮

সাভারে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ

নিজস্ব প্রতিবেদক:

সাভারে এগারো বছরের এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ করা হয়েছে। ধর্ষণকারীর নাম আব্দুল জব্বার (৫৫)। তার বাড়ি সাভারের ভবানীপুর গ্রামে।  সাভারের বিরুলিয়া ইউনিয়নের কমলাপুর রাজারবাগ এলাকায় ধর্ষনের ঘটনাটি ঘটেছে। এ নিয়ে এলাকায় স্থানীয়দের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। এলাকাবাসী জানায়, গতকাল শুক্রবার কমলাপুর রাজারবাগ এলাকায় নিজ বাড়িতে ওই প্রতিবন্ধী মেয়েকে রেখে তার বাবা-মা ঢাকায় যান। পরে সেই সুযোগে ওই বাড়িতে প্রবেশ করেন ভবানীপুর গ্রামের মধ্যবয়সী ব্যক্তি আব্দুল জব্বার (৫৫)।
এ সময় ওই প্রতিবন্ধী শিশুকে মুখ চেপে ধরে জোর পূর্বক ধর্ষণ করে সে পালিয়ে যায়। পরে ওই প্রতিবন্ধী শিশুর বাবা-মা বাড়িতে আসলে প্রতিবন্ধী শিশুটি ধর্ষণের বিষয়টি মা-বাবাকে জানান। ভুক্তভোগী প্রতিবন্ধী শিশুটির বাবার নাম আসাদুল্লাহ। স্থানীয় সূত্রে জানা গেছে, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হলে ওই প্রতিবন্ধীর পরিবারকে হত্যার হুমকি দিচ্ছেন ধর্ষণকারী মধ্যবয়সী আব্দুল জব্বার। প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের ঘটনায় ওই এলাকায় স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান সুজন বলেন, ‘আমিও শুনেছি প্রতিবন্ধী শিশু ধর্ষণের শিকার হয়েছে।’ এ বিষয়ে বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই তারিকুল ইসলাম জানান, ‘প্রতিবন্ধি শিশু ধর্ষণের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।’
এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :আগস্ট ১৯, ২০১৭ ১২:৩৪ অপরাহ্ণ