নিজস্ব প্রতিবেদক:
পিরোজপুরের মঠবাড়িয়ায় পূর্বশত্রুতার জের ধরে মসজিদ থেকে এক যুবককে ধরে এনে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। শুক্রবার জুমার নামাজের সময় এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত মো. বজলু আকনকে (৩৫) স্থানীয় মুসল্লিরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
সেখান থেকে তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে নেওয়া হয়েছে। মঠবাড়িয়া হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মেহেদী হাসান চৌধুরী জানান, বজলু আকনের হাড়ে জখম হয়েছে। তার অবস্থা গুরুতর। স্থানীয়রা জানায়, বজলু উপজেলার বুড়িরচর গ্রামের খালেক আকনের ছেলে। একই গ্রামের আশরাফ খাঁনের ছেলে কবিরের সঙ্গে স্থানীয় হাবিব খানের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল।
এ নিয়ে আদালতে মামলাও বিচারাধীন। কবিরের প্রতিপক্ষ হাবিবকে প্রতিবেশী বজলু বিভিন্ন রকম সহযোগিতা করছিলেন। এতে ক্ষিপ্ত হয়ে শুক্রবার মোনাজাতের সময় কবির, তার ভাই মামুন ও আজাদ মিলে বজলুকে মসজিদ থেকে ধরে এনে কুপিয়ে জখম করেন।
দৈনিক দেশজনতা /এমএইচ