১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০৩

‘মজিলা ফায়ারফক্স’ এর নতুন সুবিধা

নিজস্ব প্রতিবেদক:

মজিলা ফায়ারফক্স এক সময় জনপ্রিয় ব্রাউজার ছিলো। কিন্তু মাঝে নানা সমস্যার কারণে ফায়ারফক্স ব্যবহারে সমস্যা দেখা দেয়। খুব স্লো হওয়ার কারণে অনেকেই ফায়ারফক্স ব্যবহার করতেন না। অনেকেই গুগলক্রম ব্রাউজার ব্যবহার শুরু করেন। বর্তমানে এসব সমস্যা কাটিয়ে উঠেছে ফায়ারফক্স। তারা গ্রাহকদের নতুন সুবিধা দিচ্ছে। প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো নতুন নতুন সুবিধা নিয়ে আসছে প্রতিনিয়ত। ওয়েব ব্রাউজার ‘মজিলা ফায়ারফক্স’ এবার নিয়ে আসছে ফাইল শেয়ারিং এবং ভয়েস সার্চের সুবিধা।

একে অন্যের কাছে বড় আকারের ফাইল বিনিময়ের পাশাপাশি মুখের কথায় বিভিন্ন তথ্যের খোঁজ পাওয়া যাবে ফায়ারফক্স ব্রাউজারে। প্রয়োজনে বিভিন্ন তথ্য নোট করেও রাখা যাবে বলে জানা গেছে।

জানা গেছে, ইতিমধ্যে ব্রাউজারে ব্যবহার উপযোগী ফাইল শেয়ারিং, ভয়েস সার্চ এবং নোট রাখার টুল তৈরি করেছে মজিলা। বেশ কিছু ফায়ারফক্স ব্যবহারকারীকে পরীক্ষামূলকভাবে টুলগুলো ব্যবহারের সুযোগও দিয়েছেন মজিলা কর্তৃপক্ষ। নতুন এ সুবিধা চালু হলে ফায়ারফক্স ব্রাউজারের সাহায্যে এক গিগাবাইট (জিবি) পর্যন্ত ফাইল লিংক আকারে বিনিময় করা সম্ভব হবে। জানানো হয়েছে, লিংকগুলোতে ক্লিক করলেই পুরো ফাইলটি ডাউনলোড হবে।

ফায়ারফক্স কর্তৃপক্ষ বলেছে, ফাইলগুলো এনক্রিপ্টেড আকারে বিনিময় হওয়ায় তথ্যও থাকবে সম্পূর্ণ নিরাপদ। শুধু তাই নয়, একবার ডাউনলোড করলেই শেয়ার করা লিংকগুলো স্বয়ংক্রিয়ভাবেই ডিলিট হয়ে যাবে। উল্লেখ্য যে, ব্যবহারকারীরা বলেছেন বর্তমানে মজিলা ব্রাইজারে কাজ করতে তেমন একটা সমস্যা দেখা দিচ্ছে না। মজিলা ব্রাইজারে আগের মতো স্লো হতে দেখা যাচ্ছে না।

তথ্য ও ছবি : ইন্টারনেট

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :আগস্ট ১৯, ২০১৭ ১২:১৭ অপরাহ্ণ