২১শে নভেম্বর, ২০২৪ ইং | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৯:৪১

যমুনা নদীর পানি বিপদসীমার ১১৮ সেন্টিমিটার উপরে

সিরাজগঞ্জ প্রতিনিধি:

যমুনা নদীর পানি কমতে শুরু করলেও সিরাজগঞ্জ পয়েন্টে এখনো প্রবাহিত হচ্ছে বিপদসীমার ১১৮ সেন্টিমিটার উপর দিয়ে। শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার সকাল ৯টা পর্যন্ত যমুনা নদীর পানি ২০ সেন্টিমিটার কমলেও বর্তমানে এ অবস্থা বিরাজ করছে। সিরাজগঞ্জে পানিবন্দি রয়েছে জেলার ৩ লাখ মানুষ। বন্যা নিয়ন্ত্রন বাঁধগুলো ঝুঁকিপূর্ণ রয়েছে। বাঁধের বিভিন্ন স্থানে পানি চুয়ে বের হওয়ায় জেলাবাসীর মধ্যে বাঁধ ভাঙ্গা আতংক বিরাজ করছে।

তবে স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সৈয়দ হাসান ইমান আতঙ্কিত না হওয়ার আহবান জানিয়ে বলেছেন, যমুনা নদীতে পানি কমতে শুরু করেছে। বাঁধে ভাঙ্গন রোধে প্রয়োজনীয় সব ব্যবস্থা করা হয়েছে। সর্বক্ষনিক মনিটরিং করার পাশাপাশি বাঁধের নিরাপত্তায় পুলিশ ও আনসার নিয়োগ করা হয়েছে। পানিবন্দি অধিকাংশ মানুষ বন্যা নিয়ন্ত্র বাঁধ, উচুঁ জায়গা ও আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছেন। নিরাপদ খাবার পানি, পয়নিস্কাশন ব্যবস্থা, রান্না করা সহ কৃষকরা গবাদি পশু নিয়ে চরম বিপাকে রয়েছেন। এদিকে বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরন অব্যাহত রেখেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, সিরাজগঞ্জ সদর (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য ডাঃ হাবিবে মিল্লাত মুন্না ও জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা। শুক্রবার বিকেলে ত্রাণ বিতরন কালে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বন্যার্ত মানুষকে সংকটে ধৈর্য্য ধরার আহবান জানিয়ে বলেছেন, প্রাকৃতিক যে কোন দুর্যোগে আওয়ামীলীগ অতীতেও জনগণের পাশে ছিল, বর্তমানে আছেন এবং ভবিষ্যতেও থাকবে।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :আগস্ট ১৯, ২০১৭ ১২:১৯ অপরাহ্ণ