১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩৮

সিয়েরা লিওনে বন্যায় ৪৬৭ নিহত

আন্তর্জাতিক ডেস্ক:

সিয়েরা লিওনে বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ৪৬৭ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে শিশু রয়েছে শতাধিক। জাতিসংঘ এখনও অনেক মানুষ নিখোঁজ থাকায় নিহত ৬ শতাধিক ছাড়ার আশঙ্কা করেছে। সিয়েরা লিওনের উপ-স্বাস্থ্যমন্ত্রী মদিনা রহমান নিহত ৪৬৭ জন উল্লেখ করে বলেছেন, গত সপ্তাহ থেকে শুরু হওয়া বন্যায় মানুষ চরম স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন। তিনি মন্তব্য করেন  সাম্প্রতিক সময়ে কলেরা ও ম্যালেরিয়ায় ব্যাপক প্রাণহানির পর বন্যা তার দেশে মানবিক বিপর্যয় ডেকে এনেছে। ভারিবর্ষণ অব্যাহত থাকায় নিহতদের রাজধানী ফ্রিটাউনের বিভিন্নস্থানে গণকবর দেওয়া হচ্ছে। খবর রয়টার্স, সিএনএন ও আলজাজিরার।

শুক্রবার আন্তর্জাতিক রেড ক্রস জানিয়েছে, গত সোমবার থেকে এখন পর্যন্ত বন্যায় চার শতাধিক মরদেহ উদ্ধার করা হয়েছে। দেশটিতে নেমে এসেছে বিপর্যয়। নিখোঁজদের সন্ধানে তৎপরতা অব্যাহত রয়েছে। জেনেভায় রেড ক্রস ও ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব এলহাদি আস সি বলেছেন, ‘শুক্রবার আমরা লাশ গুণে গুণে দেখেছি, তা সাড়ে ৪শ’ পার হয়েছে।’ জাতিসংঘের মানবিক সংস্থার মুখপাত্র জেনস লারকি বলেছেন, নিহত আরও বাড়বে, এতে সন্দেহ নেই। কারণ এখনও অনেক মানুষ নিখোঁজ রয়েছেন। তবে তিনি এখনও জীবিত উদ্ধারের আশা ছাড়ছেন না। যদিও তার আশা দিনকে দিন ক্ষীণ হয়ে আসছে। জেনস লারকির ধারণ, দেশটিতে নিহতের সংখ্যা ৬ শতাধিক হতে পারে। সাধারণ মানুষকে নিয়ে দমকল ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা কাদা এবং বিধ্বস্ত ভবনের স্তূপে সন্ধান চালিয়ে যাচ্ছেন।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :আগস্ট ১৯, ২০১৭ ১২:১৩ অপরাহ্ণ