নিজস্ব প্রতিবেদক:
বন্যার্তদের সহযোগিতায় চলমান ত্রাণ কার্যক্রমে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা বাধা দিয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
শুক্রবার দলের সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মো. শাহ আলম এক যৌথ বিবৃতিতে এ অভিযোগ করেন।
বিবৃতিতে বলা হয়, বন্যাদুর্গতদের সাহায্যার্থে ত্রাণ সংগ্রহকালে সিপিবি নেতাকর্মীদের ঢাকার মিরপুর ও নিউমার্কেট এলাকায় আওয়ামী লীগ কর্মী ও পুলিশ বাধা দিয়েছে। এ ঘটনায় নিন্দা জানিয়েছেন সিপিবি সভাপতি ও সাধারণ সম্পাদক।
সরকার বন্যা পরিস্থিতি মোকাবিলা করতে ব্যর্থ উল্লেখ করে নেতৃদ্বয় বলেন, মানুষ অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে। তাদের পাশে দাঁড়াতে কমিউনিস্ট পার্টির কর্মীরা পথে নেমেছে। জনগণের কাছ থেকে সাহায্য নিয়ে পৌঁছে দিচ্ছে বন্যাদুর্গত প্রান্তিক এলাকায়। অথচ সরকারি দল বন্যার্তদের বাঁচাতে নিজেদের কর্মকাণ্ড জোরদার করার পরিবর্তে যারা দুর্গতদের সাহায্য করতে চায় পুলিশ দিয়ে তাদের বাধা দিচ্ছে।
দৈনিক দেশজনতা /এমএইচ