২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:৩০

ডায়েট ঠিক রাখতে পানীয় ব্যবহারে লাভ হচ্ছে কিনা

স্বাস্থ্য ডেস্ক:

নিজেদের ডায়েট রেজিম ঠিক রাখতে কোলা জাতীয় পানীয় অনেকেই খান না । এর বদলে তারা বেছে নিয়েছেন ডায়েট সোডা বা ডায়েট পানীয়৷ কিন্তু তাতে আদতে কোনো লাভ হচ্ছে কিনা তা খতিয়ে কেউই দেখেন না ৷ যারা এই ডায়েট সোডা বা পানীয় নিয়মিত খান তারা নিজের অজান্তেই শরীরে বাড়িয়ে চলেছেন ক্যালোরি৷ অনেকে ভাবতেই পারেন ডায়েট সোডা/পানীয় তো ক্যালেরি ফ্রি৷ কিন্তু গবেষণা বলছে অন্য কথা ৷ ব্লুমবার্গ স্কুল অফ পাবলিক হেলথের এক গবেষক জনস্ হপ্কিনস্ সাম্প্রতিক কালে একটি গবেষণা করে দেখেছেন যারা চিনিজাতীয় পানীয় পান করেন তাদের তুলনায় যারা ডায়ট সোডা/পানীয় পান করেন তাদের বেশিরভাগেরই অতিরিক্ত ওজন ও তারা ওবেসিটির শিকার৷ ব্লুমবার্গ স্কুলের অপর একজন গবেষক জানিয়েছেন একজন প্রাপ্তবয়স্ক ব্যাক্তি কেবলমাত্র ডায়েট সোডা খেয়ে যে পরিমাণ ক্যালোরি অর্জন করেন, সেই একই পরিমাণ ক্যালোরি একজন চিনিজাত পানীয় সঙ্গে অন্যান্য স্ন্যাক্সজাতীয় খাবার খেয়ে অর্জন করেন৷ ন্যাশনাল হেলথ অ্যান্ড নিউট্রিশন এক্সজামিনেশন সার্ভে মূলত একটি জলসংখ্যা মুলক সার্ভে এতে আমেরিকার প্রাপ্তবয়স্কদের স্বাস্হ্য ও পুষ্টির উপর নজর দেওয়া হয়৷ ১৯৯৯-২০০০ সাল থেকে এই সার্ভেতে এই তথ্যই উঠে এসেছে৷

এই জাতীয় পানীয় খেয়ে যারা অভ্যস্ত তারা যদি নিজেদের ওজন কমাতে চান তবে এই ধরণের পানীয় অবিলম্বে ত্যাগ করুন৷ ডায়েটের মধ্যে শুধু শক্ত খাবার রাখুন এবং প্রচুর পরিমাণে পানি খাওয়া অভ্যাস করুন৷ সম্প্রতি এই গবেষণাটি আমেরিকান জার্নাল ওফ পাবলিক হেলথে প্রকাশিত হয়েছে৷

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :আগস্ট ১৯, ২০১৭ ১০:৪৬ পূর্বাহ্ণ