১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:৪৩

বেলজিয়ামে বিএনপি র সদস্য সংগ্রহ ও নবায়ন ২০১৭ উদ্বোধন

দৈনিক দেশজনতা ডেস্ক:

বিএনপি বেলজিয়াম শাখার সদস্য সংগ্রহ ও নবায়ন ২০১৭ উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি দেশজুড়ে বিএনপির সদস্য সংগ্রহের অংশ হিসেবে বেলজিয়ামেও বিএনপির উদ্যোগে ইউরোপিয়ান ইউনিয়নের সদর দপ্তর ব্রাসেলসে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন ২০১৭ উদ্ভোধন উপলক্ষে এক সভার আয়োজন করা হয়। বেলজিয়াম বিএনপির সভাপতি আহমেদ সাজার সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবুর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন- বেলজিয়াম বিএনপির সহ-সভাপতি আলী জাহাঙ্গীর, সৈয়দ মাহমুদ আক্কাস, আবুল হাসনাত শামছুল, ভিপি মোয়াজ্জেম হোসেন গোলাম নবী শ্যামল, হাসান রাকিব প্রধান আবু বক্কর, কবির আহমদ মাসুদ মোড়ল, সাংগঠনিক সম্পাদক আলী নুর শামীম, যুগ্ম সম্পাদক হারুন অর রশিদ, আশিক আহমদ বাপ্পী, সহ-যুগ্ম সম্পাদক হাসান লিটন, জসিম মোল্লা, আবু সাঈদ, তাহসিক হক ওসমান, সহ-সাংগঠনিক সম্পাদক ফারুক মোল্লা, কাজী রহমান বাবু, জাহাঙ্গীর হোসেন, রেজাউল হাসান, কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন, সহ-কোষাধ্যক্ষ সোহেল মিয়া, দপ্তর সম্পাদক ফখরুল ইসলাম, প্রচার সম্পাদক মাহমুদুল হক মমোসহ মানবাধিকার সম্পাদক খন্দকার করিম সহ-সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামাল উদ্দিন দিপু, হারুন,নুর নবী প্রমুখ। বেলজিয়ামের সাতটি শহর কমিটির নেতৃবৃন্দ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বেলজিয়াম বিএনপির নেতৃবৃন্দ বক্তব্যে বলেন, ‘এই সদস্য সংগ্রহের মাধ্যমে বেলজিয়ামের সর্বস্তরের নেতাকর্মীরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করে বর্তমান এই জালেম সরকারের হাত থেকে এ দেশের মানুষকে মুক্ত করবে। গণতন্ত্র পুনরুদ্ধারের বৃহত্তর স্বার্থে আপামর জনতাকে বিএনপির পতাকাতলে সমবেত করতে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি মাইলফলক হিসেবে কাজ করছে।’ বেলজিয়াম বিএনপির সভাপতি আহমেদ সাজা, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবু তাদের সদস্যপদ নবায়নের মাধ্যমে নতুন সদস্যপদ সংগ্রহের উদ্বোধন করেন।

দৈনিকদেশজনতা/এন এইচ

প্রকাশ :আগস্ট ১৮, ২০১৭ ১২:১৮ অপরাহ্ণ