১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০৪

বান্দরবানে অস্ত্রসহ চাঁদাবাজ আটক ১

নিজস্ব প্রতিবেদক:

বান্দরবানে সেনা সদস্যরা অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ পল্টু চাকমা (২১) নামে এক চাঁদাবাজকে আটক করেছে। রোয়াংছড়ি উপজেলার গ্রুক্ষ্যং পাড়া এলাকা থেকে বৃহস্পতিবার বিকেলে তাকে আটক করা হয়। সে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার তাংঙ্গুমা এলাকার রাঙ্গা চাকমার ছেলে। আটকের সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরী পিস্তল, ৪ রাইন্ড গুলি, চাঁদা আদায়ের রশিদসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বান্দরবান সেনা রিজিয়নের কর্মকর্তা (জিটুআই) মেজর মেহেদী জানান, গোপন সূত্রে খবর পেয়ে সেনা সদস্যরা গ্রুক্ষ্যং পাড়া এলাকায় অভিযানে নামে। সেখান থেকে চাঁদাবাজ পল্টু চাকমাকে অস্ত্র ও গুলিসহ আটক করা হয়। অভিযানে এক সেনা সদস্য আহত হয়েছেনে। আটক পল্টু চাকমা ওই এলাকায় ভয়ভীতি প্রদর্শন, সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা ও চাঁদাবাজি চালাতো বলে স্থানীয়রা জানিয়েছে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাকে দীর্ঘদিন থেকে আটকের চেষ্টা করছিল। পল্টু চাকমা আটকের খবরে জনমনে স্বস্তি ফিরে এসেছে।

দৈনিকদেশজনতা/এন এইচ

প্রকাশ :আগস্ট ১৮, ২০১৭ ১২:১৫ অপরাহ্ণ